৬.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হেনেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে।
এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব গবেষণা সংস্থা বিএমকেজি বলেছে, ভূমিকম্পের ফলে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে তবুও সাগর তীরবর্তী এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। খবর রয়টার্সের।
আরো পড়ুন: কঙ্গোতে হামলায় ২৫ বেসামরিক নিহত
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মোলুক্কা সাগরে ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।