আফগানিস্তানের বন্যায় মৃত্যু বেড়ে ১৫৩

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৪, ০৭:০০ পিএম

ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বাগলান, তাখার এবং বাদাখশান প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৩ জণে দাঁড়িয়েছে।
শনিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, বাগলান, তাখার এবং বাদাখশান প্রদেশে শুক্রবার ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় আরও অন্তত ১৩৮ জন আহত হয়েছেন।
আকস্মিক বন্যায় অনেক অঞ্চল তলিয়ে গেলে শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের উদ্ধারে তালেবান কর্তৃপক্ষ হেলিকপ্টার পাঠিয়েছে এবং রাতভর হেলিকপ্টারগুলো উদ্ধার কাজ চালিয়েছে বলেও জানান তিনি।
বন্যায় দেশটিতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সড়ক যোগাযোগ, পানি এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ‘মারাত্মকভাবে বিঘ্নিত’ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
বন্যায় চারটি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগস্ত হয়েছে এবং একটি স্বাস্থ্য কেন্দ্র ভেসে গেছে বলেও জানিয়েছে ডব্লিউএইচও কর্তৃপক্ষ। বলেছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সহায়তার জন্য স্বাস্থ্যকর্মীদের পাঠিয়েছে।