×

আন্তর্জাতিক

এবার রাশিয়া থেকে তেল কিনবেন মুকেশ আম্বানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:৫৫ পিএম

এবার রাশিয়া থেকে তেল কিনবেন মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি

   

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার চুক্তি করেছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক আম্বানির কোম্পানি। চুক্তির মেয়াদ এক বছর এবং এই তেল মার্কিন ডলার বা ভারতীয় রুপিতে নয়, বরং রুশ মুদ্রা রুবলে কিনবেন তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি হয়েছে রাশিয়ার কোম্পানি রনসেফের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী রিলায়েন্স প্রতি মাসে ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনবে। সেই হিসাবে বছরে ৩ কোটি ৬০ লাখ ব্যারেল তেল রাশিয়া থেকে কিনবে আম্বানির কোম্পানি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ পশ্চিমের দেশগুলো রাশিয়ার ওপর কয়েক শ বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার ধাক্কায় প্রাথমিকভাবে রাশিয়ার কিছুটা ক্ষতি হলেও পরবর্তীকালে তারা অনেকটা সামলে নেয়। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, চলতি বছর বিশ্বের উন্নত অর্থনীতিগুলোর মধ্যে রাশিয়ার প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আরেকটি ফল হলো ডিডলারাইজেশনের গতি বৃদ্ধি। যুদ্ধ শুরুর পর থেকে রুবল ও ইউয়ানে বাণিজ্য করছে রাশিয়া। সেই ধারাবাহিকতায় আম্বানিরা রুবলে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। তবে আন্তর্জাতিক বাজারে কয়েক বছর ধরে রাশিয়ান মুদ্রা রুবলের দর কমছে; বর্তমানে তা ভারতীয় রুপির চেয়েও সস্তা। এক রুবল বর্তমানে ভারতীয় ৯৩ পয়সার সমান।

ভারতীয় মুদ্রার দর বেশি হওয়ায় এই মুদ্রায় তেলের ব্যবসা করলে রাশিয়ার তেমন একটা লাভ হতো না। রিলায়েন্সের সঙ্গে চুক্তির শর্ত নির্ধারণের সময় পুতিন সেই বিষয়টিও মাথায় রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বড় যে পরিবর্তন হয়েছে, তা হলো মধ্যপ্রাচ্যের বদলে ভারতের জ্বালানি আমদানির বড় উৎস হয়ে উঠেছে রাশিয়া। 

এতো দিন রাশিয়ার কাছ থেকে তেল কিনে চীনা ইউয়ান ও সৌদি রিয়েলে দাম পরিশোধ করছিল ভারত। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ভারতের মুদ্রা রুপিতে তেলের দাম দেওয়া হচ্ছিল রাশিয়াকে। কিন্তু এবার রুবলে মূল্য পরিশোধ করতে হবে আম্বানিকে।

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App