
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৬:১৩ পিএম
আরো পড়ুন
বাবরি মসজিদ ভাঙার মামলার রায় আজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯ এএম
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেয়ার মামলার রায় আজ। প্রায় ২৮ বছর পর মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। অভিযুক্ত বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিসহ সবাইকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
১৯৯২ সালের ডিসেম্বরে গুঁড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। বিজেপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, প্রাক্তন রাজ্যপাল ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ারসহ অনেক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত।
মামলায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই। যার মধ্যে ১৭ জনই বিচার চলাকালে মারা গেছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেয়ার মামলার রায় আজ। প্রায় ২৮ বছর পর মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। অভিযুক্ত বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিসহ সবাইকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
১৯৯২ সালের ডিসেম্বরে গুঁড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। বিজেপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, প্রাক্তন রাজ্যপাল ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ারসহ অনেক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত।
মামলায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই। যার মধ্যে ১৭ জনই বিচার চলাকালে মারা গেছেন।