হাইওয়েতে বিমানের জরুরি অবতরণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০২:৩২ পিএম

হাইওয়েতে বিমানের জরুরি অবতরণ। ছবি: সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোর পাশে একটি হাইওয়েতে ছোট একটি বিমান জরুরি অবতরণ করেছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি, আরোহীরা সবাই নিরাপদে আছেন। খবর রুশ বার্তাসংস্থা তাসের।
রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লিথারিনো শহরের তোরায়েভস্কোয়ে হাইওয়েতে স্থানীয় সময় শনিবার বিকেল ৬টার দিকে এ অবতরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রমোদ ভ্রমণের জন্য বিমানটি নিয়ে আকাশে উড়ার পর এর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময় কোনো উপায় না পেয়ে পাশের ওই হাইওয়েতে জরুরি অবতণের সিদ্ধান্ত নেন প্লেনটির পাইলট। এ সময় বিমানটিতে মোট ৩ জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
বিমানটি মিয়াচকোভো বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন: নতুন মন্ত্রিসভার অনুমোদন দিলেন পুতিন