যে কারণে কোরবানি ছাড়াই ঈদ করতে হলো নাইজেরিয়ার লাখো মুসলিমের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৪, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত
দশ কোটি মুসলমানের বসবাস নাইজেরিয়ায় চলছে তীব্র অর্থনৈতিক সংকট। যে কারণে এবার পশু কোরবানি দিতে পারেননি দেশটির লাখ লাখ মুসলিম।
রবিবার (১৬ জুন) তাই মুসলমানদের অন্যতম ধর্মীয় বড় উৎসব ঈদুল আজহা অনেকটাই নিরানন্দ ও নিঃশব্দে উদযাপন করছেন নাইজেরিয়ানরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জীবন যাত্রার ব্যয় অতিমাত্রায় বেড়ে যাওয়াতে এবার উৎসবের চেয়ে যেনো সংকটই বড় হয়ে উঠেছে দেশটিতে। এবারের কোরবানির ঈদের বিষয়ে ৭৮ বছর বয়সী মালান কাবিরু তুডুন বলেন, ১৯৭৬ সাল থেকে প্রতিবছরই ছাগল কোরবানি দিয়ে আসছি আমি, এবারই শুধু পারলাম না।
মূল্যস্ফীতির গেঁড়াকলে পড়ে বেশিরভাগ মানুষই পশু কোরবানি করতে পারছেন না। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহরে কোনোমতে বিপুলসংখ্যক মুসলিম বসবাস করেন। এই শহরেরই বাসিন্দা ওয়াদা বলেন, এবারের মতো কঠিন পরিস্থিতি আর কখনোই ছিলো না।
আরো পড়ুন: তীব্র গরমে সৌদিতে ১৯ হজযাত্রীর মৃত্যু
এদিকে অর্থনৈতিক সংকটের কারণে দেশটিতে বাড়ছে অশান্তি ও ক্ষোভ । এছাড়া বর্তমানে নাইজেরিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। মূল্যস্ফীতির এই হার গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে খাবারের দামই বেড়েছে সবচেয়ে বেশি।
দেশটির নাগরিক ৫৪ বছর বয়সী শামসু মোহাম্মদ বলেন, কেউ যদি তাকে পশু কেনার অর্থ দেয়, তাহলে তা দিয়ে তিনি বরং সস্তা খাবার কিনে বাড়িতে মজুত করবেন। তিনি বলেন, ইসলামে কোরবানি দেয়া বাধ্যতামূলক নয়। এটা শুধু তাদের জন্যই যাদের সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নেই তাদের কোরবানি দেয়ার প্রয়োজন নাই।
মুসলিম এক ধর্মীয় নেতা ইদ্রিস গারবা সোকোতো বিবিসিকে বলেন, “ঈদে ভেড়া, ছাগল বা উট জবাই করা একজন মুসলমানের সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। গরু ও উটের ক্ষেত্রে সাতজন একসঙ্গে টাকা জোগাড় করতে পারে, একসঙ্গে কিনতে এবং জবাই করতে পারে- ইসলাম সেটাই অনুমোদন করেছে।”
ইব্রাহিম বলরাবে ওয়াম্বাই মেষ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেছেন, গত বছর ১৫টি ভেড়া বিক্রি করেছি। কিন্তু এ বছর মাত্র সাতটি মেষ বিক্রি করতে পেরেছি।
অন্যদিকে নাইজেরিয়া সরকার বলছে, অর্থনীতির সংকট কাটাতে সম্ভাব্য সবকিছুই করছে তারা। সরকার থেকে প্রতি মাসে ২৫ হাজার নায়রা (১৬ ডলার) নগদ অর্থ দেয়া হচ্ছে প্রায় দেড় কোটি গরিব পরিবারকে। কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তা খুবই নগণ্য।
তাই এবারের ঈদুল আজহার নামাজে নাইজেরিয়ার লাখো মুসলমান সামনের দিনগুলোতে যেনো চলমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য দোয়া করেছে; যাতে আগামী বছর তারা একটি পশু কোরবানি দিতে পারে আর সেইসঙ্গে নতুন পোশাক কিনে ঈদের আনন্দও উদযাপন করতে পারে।