যেভাবে ফুটপাতে ঘুমন্ত যুবককে পিষে মারলেন এমপি কন্যা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০২:১০ পিএম

যেভাবে ফুটপাতে ঘুমন্ত যুবককে পিষে মারলেন এমপি কন্যা। ছবি: সংগৃহীত
ভারতের চেন্নাইয়ে ফুটপাতে ঘুমন্ত এক যুবকের ওপর দিয়ে বিএমডব্লিউ গাড়ি উঠিয়ে অভিযোগ উঠেছে এক সংসদ সদস্যের মেয়ের বিরুদ্ধে। সোমবার (১৭ জুন) রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত ওই তরুণী। এই ঘটনায় প্রাণ হারান সূর্য নামের ওই যুবক। খবর আনন্দবাজারের।
জানা যায়, অভিযুক্ত ওই মেয়ের বাবা রাজ্যসভার একজন সংসদ সদস্য। অভিযুক্তকে গ্রেপ্তার করার কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়াইএসআর কংগ্রেস দলের সংসদ সদস্য বেদ মস্তান রাওয়ের মেয়ে মাধুরী তার এক বান্ধবীর সঙ্গে বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন। এসময় বসন্তনগর এলাকায় ফুটপাথের ওপর গাড়ি তুলে দেন তিনি। সেখানে ঘুমন্ত এক যুবক গাড়ি চাপা পড়েন। দুর্ঘটনার পরই গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালান অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় সূর্য নামের ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এর আগেই জামিনে মুক্তি পেয়েছেন অভিযুক্ত এমপি কন্যা। পুলিশ জানিয়েছে, ওই যুবক পেশায় ছিলেন একজন চিত্রশিল্পী। মাত্র ৮ মাস আগেই তিনি বিয়ে বিয়ে করেছিলেন।

অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় জড়ো হন নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, যে গাড়িটি সূর্যকে চাপা দিয়েছে সেটি বেদ রাওয়ের সংস্থার গাড়ি। সেই সূত্র ধরে মাধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তার হওয়ার পরপরই থানা থেকেই জামিন পেয়ে যান তিনি।
২০২২ সালে বেদকে রাজ্যসভায় পাঠায় জগন্মোহন রেড্ডির দল। তবে তার আগে তিনি বিধায়কও ছিলেন। রাজনীতির সঙ্গে তার বহু পুরোনো সম্পর্ক তার। মাধুরীর জামিন পাওয়ার ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।
উল্লেখ্য, গত ১৯ মে পুণেতে একটি পোর্শের ধাক্কায় দুই তরুণ ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিল ১৭ বছরের কিশোর। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। পুলিশ সেই অভিযুক্ত কিশোরের বাবা, মা ও বড়ভাইকে গ্রেপ্তার করেছে। নাবালক হওয়ায় অভিযুক্তকে অবজার্ভেশন হোমে রাখা হয়েছে। ওই ঘটনাতেও ক্ষমতার প্রভাব খাটানো হয়।
আরো পড়ুন: পতন হতে পারে নরেন্দ্র মোদির