×

আন্তর্জাতিক

ভোটে হেরে সোজা বিয়ের পিঁড়িতে!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১২:৩৪ পিএম

ভোটে হেরে সোজা বিয়ের পিঁড়িতে!

ভোটে হেরে সোজা বিয়ের পিঁড়িতে। ছবি: সংগৃহীত

   

ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে পরাজিত হয়ে এবার বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। চল্লিশ পেরুলেও এতদিন বিয়ের পিঁড়িতে বসার সুযোগ হচ্ছিলো না স্বপনের। এবার নির্বাচনে পরাজিত হয়ে হাতে অফুরন্ত সময় পেয়ে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ও নববধূর সঙ্গে ছবি পোস্ট করার পর স্বপনকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। একজন লিখেছেন- ‘দাদা আমাদের খাওয়াটা বাকি আছে, কবে খাওয়াবেন, বলেন?’

বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। ছবি: সংগৃহীত

সদ্য লোকসভা ভোটের ফলাফলে পরাজিত হয়েছেন বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। কিন্তু তা নিয়ে দুঃখে ভেঙে না পড়ে সোজা বসে গেলেন বিয়ের পিড়িতে। আর সে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনায় এ বিজেপি প্রার্থী। 

তিনি বনগাঁ দক্ষিণের সাবেক বিজেপি বিধায়ক। এর আগে তার নানা মন্তব্যকে ঘিরে ভোট আগে ওঠে নানান বিতর্ক। তবে সেসব ছাপিয়ে এবার ঝলমলে বিয়ের আসরে বর সেজে বসলেন স্বপন। এলাহি আয়োজনে আমন্ত্রিত ছিলেন স্থানীয় বিজেপির নেতা-কর্মীরাও। 

জানা যায়, বনগাঁ আমলাপাড়ার বাসিন্দা তৃষা মিস্ত্রির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন স্বপন মজুমদার। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই বিয়ের ছবিতে স্বপন ও তৃষাকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। ছবি: সংগৃহীত

সাবেক এ বিজেপি বিধায়কের বিয়েতে ছিল বিরাট খাওয়াদাওয়ার আয়োজন। আমন্ত্রিত অতিথিরা খেয়েছেন কবজি ডুবিয়ে। বিয়ের মেনুতে ছিল ভাত, ডাল, মাছ, ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ। 

এদিকে ভোটে হেরে যাওয়ার আগে বিভিন্ন সময়ে বিতর্কিত সব মন্তব্য করেছেন স্বপন মজুমদার। 

তিনি বলেছিলেন, আগামী নির্বাচনে যখন এই টিএমসির নেতারা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য় আপনাদের কাছে যাবে, আপনারা লাঠি, ডঙ্কা, কাঁসা নিয়ে সবাই তৈরি থাকবেন। যারা ভোট চাইতে যাবে তাদের মুখে তুলে মারবেন। যাতে ওই মুখ দিয়ে আর কুরুচিকর মন্তব্য করতে না পারে। এদিকে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে ইতোমধ্যেই রাজনীতির ময়দানে শোরগোল পড়ে যায়।

এখানেই শেষ নয়। তিনি বলেছিলেন,  ‘আমি এই মাইকের সামনে হুঁশিয়ারি দিতে চাই। এখানে তৃণমূলের চুনোপুঁটি চোরেরা বেআইনি ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে, সামনে যে নির্বাচন তাতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। স্ট্রং রুম ও গণনাকেন্দ্রেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, কাউকে ভয় পাবেন না। এই চোর গুণ্ডা বদমায়েশগুলো যেভাবে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে, পালটা আপনারা ভয় দেখিয়ে দিন। এই ভোটে বিজেপি ক্ষমতায় আসবে। আর এই চোরেরা বাড়ি ঢোকার সাহস পর্যন্ত দেখাবে না। ধমকানো-চমকানো পুলিশ বাবাকে দিয়ে মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওই পুলিশবাবাকে দিয়ে আগামীদিনে এনকাউন্টার করাব।’

তবে ভোটে হেরে যাওয়ার পরে স্বপন মজুমদারের করা সেসব মন্তব্য এখন অতীত। সব বিতর্ক ঝেড়ে ফেলে তিনি এখন নতুন জীবনের পথে।

আরো পড়ুন: সাবেক প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে জোর করে চুম্বনের অভিযোগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App