তৃণমূল করায় মহিলাকে মাটিতে ফেলে পিটুনি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৪:৩৯ পিএম

তৃণমূল করায় মহিলাকে মাটিতে ফেলে পিটুনি। ছবি: সংগৃহীত
নির্বাচন শেষ হতে না হতেই আবারো উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। এবার তৃণমূল করায় এক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেত্রীদের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা মহিলা। খবর আনন্দবাজারের।
তিনি তৃণমূলকে সমর্থন করেন। এই অপরাধে সন্দেশখালির খুলনার বাসিন্দা ওই মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। মহিলার অভিযোগ, তিনি তৃণমূলকে সমর্থন করেন। বিজেপির লোকজন তাকে একাধিকবার তৃণমূল না করার জন্য হুমকি দিয়েছে। কিন্তু মহিলা তাদের কথা পাত্তা না দিয়ে তৃণমূলকেই সমর্থন করে গেছেন। এরপরই ওই মহিলাকে লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় তাকে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে খুলনা হাসপাতালেও তার চিকিৎসা করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে।
বিজেপির হাতে নিগৃহীতা ওই মহিলা বলেন, ‘আমরা তৃণমূল করি, ওরা বিজেপি করে। আমরা কেন তৃণমূল করছি, সেই হিংসায় আমাকে মারধর করল। বিজেপির জনক মণ্ডল, অপর্ণা মণ্ডল আমাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে মেরেছে। তার পর লাথি, ঘুষি, চড় মারতে থাকে। মোট ৫ জন আমাকে মেরেছে। ওরা সবাই বিজেপি করে কিন্তু আমরা বিজেপি করব না, তৃণমূলই করব।’
ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় একজনকেও এখনো পর্যন্ত গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ।
বিজেপির বসিরহাটের সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ অবশ্য এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই বলে দাবি করেছেন। তিনি আনন্দবাজারকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘পাড়ায় ওরা পাশাপাশি থাকে। নিজেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এখন স্বাভাবিকভাবেই এতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করবে তৃণমূল। এই ঘটনার সঙ্গে বিজেপির ঠিক সেভাবে কোনো সম্পর্ক নেই। বিজেপিকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা হচ্ছে।’
তাপসের আরো দাবি করেন, ‘এই এলাকায় তৃণমূল এখন অনেকটাই ব্যাকফুটে রয়েছে। তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রাম্য লড়াইয়ের মধ্যে রাজনীতি টেনে এনে ফয়দা তোলার চেষ্টা করছে রাজ্যের শাসকদল।’
আরো পড়ুন: ভোটে হেরে সোজা বিয়ের পিঁড়িতে!