ঘরে ঢুকে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৭:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার থেকে গাজার শেজাইয়া শহরে তাণ্ডব চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযানের নামে ঘরে ঘরে ঢুকে সাধারণ ফিলিস্তিনিদের ওপর নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
শুক্রবার (২৯ জুন) ফিলিস্তিনের শেজাইয়া শহরে হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়। এ ঘটনার পর থেকে সেখানে রীতিমতো হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী।
দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, শেজাইয়া শহরে কমপক্ষে ৪০ জন হামাস যুদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থল হামলার পাশাপাশি নির্বিচারে আবাসিক ভবনগুলোতে বিমান হামলা চালানো হচ্ছে। এতে সাধারণ ফিলিস্তিনি বিশেষ করে নিরস্ত্র নারী ও শিশুরা বেশি প্রাণ হারাচ্ছে।
আরো পড়ুন : ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ
এদিকে বরিবার আল-জাজিরা তাদের গাজা প্রতিনিধি হিন্দ খোদারির বরাত দিয়ে প্রকাশিত খবরে বলেছে, গাজার মধ্যাঞ্চলে দাইর আল-বালাহ এলাকায় খাবার পানি বিতরণের সময় ট্রাকের ওপর গোলা নিক্ষেপ করে। এ সময় পানি নিতে আসা শিশুসহ বেশ কয়েকজন নিহত হন।
ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুটির বাবা তার সন্তানের রক্তমাখা দেহটি কাপড়ে ঢেকে মাটিতে বসে শোকে পাথর হয়ে আছেন।
উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। সাত মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ছাড়িয়েছে। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা।