×

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় ঊর্ধ্বতন হিজবুল্লাহ কমান্ডার নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১১:৫৮ এএম

ইসরায়েলের হামলায় ঊর্ধ্বতন হিজবুল্লাহ কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত

   

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক ঊর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় ৯ মাসের সহিংসতার মধ্যে সর্বশেষ হিজবুল্লাহর এই জ্যোষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ নিমাহ নাসের। খবর: বিবিসি’র। 

হিজবুল্লাহ বলেছে, তারা এই হত্যাকাণ্ডের জবাবে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ১০০ টি রকেট ছুড়েছে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ-পশ্চিম লেবাননে রকেট ছুড়ায় নিয়োজিত একটি ইউনিটের পরিচালনায় ছিলেন নাসের। ‘বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী হামলা পরিচালনা’ করেছিলেন তিনি।

ইসরায়েলের সেনাবাহিনী আরো জানায়, গত জুন মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলেন হিজবুল্লাহ কমান্ডার তালেব সামি আব্দুল্লাহ। তারই সমপদের ও গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন নাসের। তালেব সামি আব্দুল্লাহ নিহতের পর এক দিনেই ইসরায়েলের উত্তরাঞ্চলে ২০০ টির বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ। তারপর থেকেই লেবানন এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলে আসছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার বিপর্যয়কর পরিণতি নিয়ে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ।

উল্লেখ্য, গতবছর ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরই গাজায় ইসরায়েলের পাল্টা হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল যুদ্ধ। তখন থেকে এই গাজা যুদ্ধকে কেন্দ্র করেই ইসরায়েল এবং লেবাননের সীমান্তে প্রায় প্রতিদিনই সংঘাত চলে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App