×

আন্তর্জাতিক

রোহিতদের রাজকীয় সংবর্ধনা: যে কারণে প্রশংসায় ভাসছেন মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১০:০৫ এএম

রোহিতদের রাজকীয় সংবর্ধনা: যে কারণে প্রশংসায় ভাসছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে রোহিতদের রাজকীয় সংবর্ধনা। ছবি : সংগৃহীত

   

মাঠের ক্রিকেটে ঝড় তুলে দীর্ঘ ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। বার্বাডোজের গ্র্যান্ড ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সত্যি সত্যিই ঝড়ের কবলে পড়ে রোহিত শর্মার দল! ক্যারিবীয় সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বেরিলের’ কারণে সব ধরনের বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায়। শিরোপা নিয়ে হোটেলে বন্দি হয়ে পড়ে গোটা ভারত দল, সঙ্গে যাওয়া পরিবারের সদস্য এবং সংবাদকর্মীরা।

বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় নিউইয়র্ক থেকে চার্টার্ড বিমান উড়িয়ে আনার ব্যবস্থা করে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। খোদ বার্বাডোজের সরকারপ্রধানের হস্তক্ষেপে সেটি বিমানবন্দরে অবতরণ করে এবং চ্যাম্পিয়নদের নিয়ে দেশের পথে উড়াল দেয়। ১৬ ঘণ্টার বিমানযাত্রার পর নয়াদিল্লিতে পা রেখেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সাত সকালেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভক্তদের ঢল নামে।

আরো পড়ুন : মোদির সঙ্গে বিশ্বকাপজয়ী রোহিত-কোহলিদের সাক্ষাৎ, ভিডিও ভাইরাল

বিমানবন্দর থেকে রাহুল দ্রাবিড়রা খানিক বিশ্রাম নেয়ার জন্য গিয়েছিলেন আইটিসি মৌর্য হোটেলে। সেখানে ঘণ্টা দুয়েক কাটিয়ে টিম চলে যায় প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে নরেন্দ্র মোদি দলের সব ক্রিকেটারকে রাজকীয় সংবর্ধনা দেন। পাশাপাশি তিনি রাজকীয় ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন বিশ্বজয়ী ক্রিকেটারদের জন্য। এরপর দীর্ঘক্ষণ দলের সঙ্গে কথা বলেন মোদি। 

এ দিন মোদি একটি বিশেষ কাণ্ড ঘটিয়ে রাতারাতি নেট দুনিয়ায় ‘সুপারহিট’ হয়ে গেছেন। এ দিন বিশ্বকাপ ট্রফি তিনি স্পর্শ করতে চাননি। তবে এর বদলে তিনি রোহিত ও রাহুলের হাত স্পর্শ করেন, যা দেখে সবাই তার ভূয়সী প্রশংসা করেছেন। 

এ দিন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ মোদিকে ১ নম্বর জার্সিও তুলে দিয়েছেন। মোদি কিন্তু বরাবরই ভারতীয় ক্রীড়াবিদদের এভাবেই উৎসাহিত করেছেন। এবার তার ব্যতিক্রম হলো না, যা দেখে মন ভরে যায় অনেকেরই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App