১০ ইসরায়েলের সেনা নিহত, দাবি হামাসের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০২:৩২ পিএম

ছবি : সংগৃহীত
হামাসের অভিযানে ইসরায়েলের ১০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস। তিনি বলেন, বৃহস্পতিবার গাজা সিটির সুজাইয়ায় একটি ভবনের ভেতর ইসরায়েলের সেনা অবস্থান করছিল। তখন তাদের লক্ষ্য করে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এ হামলায় কমপক্ষে ১০ জন ইসরায়েল সেনা নিহত হয়। খবর আল-জাজিরার।
সংবাদমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আল-কাসাম ব্রিগেডস জানান, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে।
আরো পড়ুন : ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ আরো ২৭ ফিলিস্তিনি নিহত
১০ ইসরাইলি সেনাকে হত্যার ব্যাপারে আল-কাসাম ব্রিগেডস আরো জানান, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে পরে তাদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়। এছাড়া ইয়াসিন-১০৫ রকেট দিয়ে দখলদার ইসরায়েলিদের একটি মারকাভা-৪ ট্যাংকে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হামাস।
গাজা সিটিতে কয়েকদিন ধরে আবারো হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি সেনা। এই অঞ্চল থেকে হামাসের যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে বলে একাধিকবার দাবি করেছে দেশটি। তা সত্ত্বেও তাদের আবারো এখানে ফিরে আসতে হয়েছে। এরপর থেকেই সেখানে তুমুল লড়াই চলছে।
গত ১০ মাস ধরে চলছে গাজা-ইসরাইল যুদ্ধ। এ যুদ্ধের কারণে ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্য নারী ও শিশুর সংখ্যাই বেশি। চলমান এ হামলায় গুরুতর আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি মানুষ। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নৃসংস ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রতিদিন।