×

আন্তর্জাতিক

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে কি অভিনন্দন জানাবেন পুতিন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৩:১০ পিএম

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে কি অভিনন্দন জানাবেন পুতিন?

ছবি: সংগৃহীত

   

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাবেন না। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার এমনটাই জানিয়েছেন।

রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখায় এমন আশঙ্কার কথা জানান দিমিত্রি পেসকভ।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেন ওই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। মস্কোর নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রতি পশ্চিমাদের উদাসিনতা এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ থেকে ওই যুদ্ধ শুরু হয়েছিলো। 

আরো পড়ুন: সদ্য নির্বাচিত হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কত টাকা বেতন পাবেন?

লন্ডন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা ও সংঘাত বাড়িয়ে দিয়েছে। ব্রিটেন এখন পর্যন্ত রাশিয়ার ১১০০ নাগরিক এবং ৮০০ টিরও বেশি রুশ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার নির্বাচিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের আরো বলেন, লন্ডন একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে। সে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির বিজয় এবং নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাবেন না বলেই মনে হচ্ছে।

পুতিন স্টারমারের বিজয়কে স্বাগত জানাবেন কি না জানতে চাইলে পেসকভ স্পষ্ট করে বলেন, সবকিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের ওপর। যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না।

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি ৬৫০টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App