ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার ভোট

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৯:৫৬ এএম

ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়দফার ভোট। ছবি: সংগৃহীত
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। রবিবারের ( জুলাই) এ ভোটে কট্টর-ডানপন্থী ন্যাশনাল ব্যালিকে ঠেকাতে একজোট হয়েছে মধ্য ও বামপন্থী দলগুলো। রবিবার ফ্রান্সে অনুষ্ঠিত প্রথম দফা ভোটে ঐতিহাসিক জয় পায় মারিন লু পেনের কট্টর-ডানপন্থী ন্যাশনাল ব্যালি (আরএন)। দ্বিতীয় দফা ভোটেও তারা জয়ী হওয়ার আশা করছে।
এবার দলটি সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে ভোটের ফলে একটি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। তেমন হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কর্তৃত্ব মারাত্মখাবে খর্ব হবে এবং দেশটিতে দীর্ঘদিনের জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা ও অচলবাস্থা দেখা দিতে পারে।
কিন্তু যদি কট্টর-ডান দল আরএন সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম কট্টর-ডানপন্থী সরকার পাবে ইউরোপের এ দেশটি। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত মাসের নির্বাচনে ইউরোপীয় পার্লামেন্টে কট্টর-ডানপন্থি দলগুলো থেকে রেকর্ডসংখ্যক প্রার্থী জয় পেয়েছিল।
ডাপন্থীদের এই জোয়ার ধারায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর মধ্যপন্থি দল খারাপ ফল করে। এর জেরে তিনি জুনেই পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা করেন ম্যাক্রোঁ। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। গত সপ্তাহে ফ্রান্সে হয়ে যাওয়া প্রথম দফা ভোটে জয় পায় কট্টর ডানপন্থি ন্যাশনাল র্যালি। তাদের ক্ষমতায় আসা ঠেকাতে এরপর পার্লামেন্ট নির্বাচন থেকে শত শত প্রার্থী প্রত্যাহার করে নেয় ফ্রান্সের বাম ও মধ্যপন্থি দলগুলো।
একারণেই রবিবারের দ্বিতীয় দফা নির্বাচনের চূড়ান্ত ফলে মেরি লু পেনের দল আরএনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। তবে সংখ্যাগিরষ্ঠতা না পেলেও ফ্রান্সে ডানপন্থি রাজনীতির ধারা আরো শক্তিশালী করার জন্য কাজ করে যাবে আরএন। প্রেসিডেন্ট মাক্রোঁ এবং বামপন্থি দলগুলোর সেটি একটি চিন্তার কারণ।
জুনে আগাম নির্বাচন ডাকার পর মাক্রোঁ ফ্রান্সের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অনেক মিত্রকেই হতাশ করেছন। ক্ষমতায় থাকার ৩ বছর বাকি থাকতেই প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে তার রাজনৈতিক হতাশাই ফুটে উঠছে।
আরো পড়ুন: ফ্রান্সে কট্টর ডানপন্থীদের জয়