১৫ দিনের মেয়ে শিশুকে জীবন্ত দাফন করলেন বাবা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৩:২১ পিএম

১৫ দিনের মেয়ে শিশুকে জীবন্ত দাফন করলেন বাবা
দুই সপ্তাহ আগে জন্ম নেয়া মেয়ে নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা খরচ বহনের অপারগতার কথা বলে জীবন্ত দাফন করেছেন এক পাষণ্ড পিতা। মর্মান্তিক এবং আতঙ্কজনক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধও স্বীকার করেছেন তিনি।
রবিবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
প্রতিবেদনটিতে বলা হয়, সিন্ধ প্রদেশের থারুশাহত এলাকায় নিজের ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত কবর দেয়ার অপরাধে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্তের নাম মো. তৈয়ব। গ্রেপ্তারের পর সে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই নবজাতককে বস্তায় ভরে দাফন করেন তিনি। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
আরো পড়ুন: তীব্র গরমে ৫ শতাধিক মানুষের মৃত্যু