সারা বিশ্বে ঘটে যাওয়া আজকের উল্লেখযোগ্য ঘটনা (১৩.০৭.২৪)

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:৫৯ পিএম
বন্ধে আন্তর্জাতিক অঙ্গন থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তেহরান তাতে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাবে। বিবৃতিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন।
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর বিভিন্ন মহল থেকে চাপ দেয়া হচ্ছে । তবে সেই চাপ দূরে ঠেলে বাইডেন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন— নির্বাচনে তিনিই থাকছেন।
এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ডেট্রয়েটে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেন বাইডেন। ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
জনসভায় উপস্থিত সবার উদ্দেশে বাইডেন বলেন, আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পন্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়... আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। ‘আমি নির্বাচনে থাকছি আর এতে আমিই জিতবো।’
এদিকে, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক শুরু থেকেই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সমালোচক। বিভিন্ন সময়ে তিনি বাইডেনের কার্যক্রমের সমালোচনা করেছেন।
এবার এই ধনকুবের বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে অনুদান দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। ১৩ জুলাই ব্লুমবার্গের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে করা ওই প্রতিবেদনে কত অর্থ অনুদান দেওয়া হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আমেরিকা পিএসি নামের ওই গ্রুপটিকে একটি বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপটি রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক অর্থ গ্রহণ করতে পারে। তাছাড়া ডোনারদের ব্যাপারে আগামী ১৫ জুলাই তথ্য প্রকাশ করা হতে পারে। চলতি বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কসহ অন্যান্য বড় বড় ডোনারদের সঙ্গে দেখা করেন। জানা গেছে, আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেতে পারেন ট্রাম্প। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, স্কুলভবন ধসে নাইজেরিয়ার মধ্য প্লাটিউ রাজ্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমপক্ষে ২২ জন শিক্ষার্থী নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে পাঠদানের সময় রাজ্যটির রাজধানী জসে সেইন্ট অ্যাকাডেমি নামের ওই স্কুলের ভবন ধসে পড়লে চাপা পড়ে ওই হতাহতের ঘটনা ঘচে। খবর বিবিসির।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। এক্সক্যাভেটর ও হাতুড়ি দিয়ে ধসে পড়া বড় বড় কংক্রিটের স্তূপ গুঁড়িয়ে দিয়ে চাপাপড়াদের উদ্ধারে হাত লাগান তারা।
স্থানীয় পুলিশ বলছে, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে এবং আহত অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি। অ্যাবেল ফুয়ানদাই নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, স্কুলভবন ধসে তার বন্ধুর ছেলেও মারা গেছে, দুর্ঘটনাটি অত্যন্ত ‘ভয়াবহ’। তিনি জানান, উদ্ধারকর্মীরা এবং জরুরি সেবার কর্মীরা এক্সক্যাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়াদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন।স্কুলভবনটি ধসে পড়ার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, প্লাটিউ রাজ্যে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টির পরই এ ঘটনা ঘটে।
লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করা ভারতের বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দেশটির সাত রাজ্যের বিধানসভার ১৩টি আসনের উপনির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে। এই উপনির্বাচনে ইন্ডিয়া জোট চার আসনে জয় পেয়েছে এবং অন্য ছয়টি আসনে বিজেপির তুলনায় এগিয়ে রয়েছে বলে শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শনিবার সকালে দেশটির সাতটি রাজ্যের বিধানসভার ১৩টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে গত বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বিধানসভার উপনির্বাচনেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা আসনের সব কয়টিতেই জয়লাভ করেছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছে ক্ষমতাসীন দল বিজেপিকে।