×

আন্তর্জাতিক

ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টায় যা বলল রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:০৪ এএম

ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টায় যা বলল রাশিয়া

ছবি: সংগৃহীত

   

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার সময় গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এবার নিজেদের অবস্থান জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রবিবার সংবাদ সম্মেলনে বলেন, ট্রাম্পকে সরিয়ে দেয়া ও হত্যা চেষ্টার সঙ্গে বর্তমান মার্কিন প্রশাসনের হাত নেই বলে আমরা মনে করি। কিন্তু রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে আমেরিকানরা বিভক্ত হয়ে পড়েছেন, তাতে বর্তমান প্রশাসনের ইন্ধন ছিল।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবে মর্যাদাহানির পর বাইরের সবার কাছে এটা মনে হওয়ার কথা যে তার জীবন সংকটে রয়েছে।

মুখপাত্র দিমিত্রি পেসকোভ আরো জানিয়েছেন, ট্রাম্পের ওপর গুলির ঘটনায় ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার কোনো পরিকল্পনা নেই।

আরো পড়ুন: ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা, যা বললেন প্রধানমন্ত্রী

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারের সমাবেশে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা হয়। মঞ্চে বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, গুলির শব্দের পরপরই নিরাপত্তারক্ষীরা চারপাশ থেকে ট্রাম্পকে ঘিরে ধরেছেন। ট্রাম্প যখন উঠে দাঁড়ান তখন তার কান থেকে গালের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। এ সময় বন্দুকধারীর গুলিতে এক রিপাবলিকান সমর্থক মারা গেছেন এবং গুরুতর আহত হয়েছেন আরো দুজন। 

পরে এক গোয়েন্দা কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হয়।

এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস (২০)।

হামলার পর গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কী বিষয়ে কথা হয়েছে তা বিস্তারিত বলেননি হোয়াইট হাউসের ওই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App