×

আন্তর্জাতিক

বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম

বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

ছবি: সংগৃহীত

   

এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর। ভিসা ছাড়া শুধুমাত্র দেশটির পাসপোর্ট ব্যবহার করেই বিশ্বের ১৯৫ দেশে ভ্রমণ করা যাবে। যুক্তরাজ্য-ভিত্তিক নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি পাসপোর্ট সূচকে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৭তম স্থানে। যা দিয়ে ৪০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে। 

সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনকেও পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। 

হেনলির প্রধান কর্মকর্তা জুয়ের্গ স্টেফেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভিসা ছাড়া ভ্রমণ করার ক্ষমতা এখন আর নিছক সুবিধা নয়। এটি একটি শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ারও বটে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবেও কাজ করে, যা আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

হেনলির সূচক অনুযায়ী, বিগত ১০ বছর ‘পাওয়ার  হাউস’ হিসেবে পরিচিত ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাসপোর্ট। তবে বর্তমানে এ দুই দেশের পাসপোর্টের স্থান আগের তুলনায় পিছিয়ে পড়েছে। মার্কিন পাসপোর্ট বিশ্বের এক নম্বর শক্তিশালী পাসপোর্ট  থেকে নেমে আটে এসেছে। অন্যদিকে ব্রিটিশ পাসপোর্ট এখন চতুর্থ স্থানে।

এছাড়া প্রথমবারের মতো বিশ্বের সাতটি দেশের পাসপোর্ট পেছনের সারি থেকে তৃতীয় স্থানে দখল করতে পেরেছে। এদের মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এ দেশগুলোর পাসপোর্ট দিয়ে এখন বিশ্বের ১৯১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে।

তালিকায় সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশ হিসেবে স্থান পেয়েছে আফগানিস্তান। শক্তিশালী পাসপোর্ট সূচকে দেশটির অবস্থান ১০৩তম। আফগান পাসপোর্ট দিয়ে মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। তবে আফগানিস্তান ও পাকিস্তানের (১০০তম) চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App