মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১০:০৩ পিএম

ছবি : সংগৃহীত
উড্ডয়নের কিছুক্ষণ পরই মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। মধ্য-আকাশে এ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এই ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন। পাইলটরা একজন ২৯ বছর বয়সী এবং একজন ৩০ বছর বয়সী। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জরুরি পরিষেবা সংস্থাকে দুর্ঘটনা সম্পর্কে প্রথম জানানো হয়। পাইলটরাই হেলিকপ্টারের একমাত্র যাত্রী ছিলেন। ডার্বির প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে মাউন্ট অ্যান্ডারসন নামে একটি আদিবাসী মালিকানাধীন গবাদি পশু স্টেশন এ ঘটনা ঘটে।
কিম্বার্লি অঞ্চলের পুলিশ সুপার স্টিভ থম্পসন বলেছেন, মোট চারটি হেলিকপ্টারের উড্ডয়নের কথা ছিল। কিন্তু প্রাথমিক আলামতে দেখা গেছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট নয়।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ক্যানবেরা ও ব্রিসবেন থেকে তদন্তকারীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।