নেতানিহুকে যুদ্ধ বন্ধ করতে বললেন কমলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৮:২৫ এএম

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে যুদ্ধ পরিস্থিতি নিয়ে 'অকপট এবং গঠনমূলক' আলোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুক্রবার (২৬ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, গাজার মানুষের অবর্ণনীয় দুর্দশার মধ্যে আমরা আমাদের বিবেককে অবশ হতে দিতে পারি না এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যুদ্ধ শেষ না হলে, আমি চুপ করে বসে থাকব না।
যুক্তরাষ্ট্রে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থীর তালিকায় সবার চেয়ে এগিয়ে আছেন কমলা। গাজায় হতাহতের বিষয়ে তার উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি আলোচনায় এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে বলে তাকে জানিয়েছেন।
কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে সেটা কিভাবে। গত ৯ মাস ধরে গাজায় যা ঘটছে তা ভয়ঙ্কর। গাজা ট্র্যাজেডি থেকে আমরা চোখ ফিরিয়ে রাখতে পারি না। এত কষ্ট দেখে আমরা চুপ করে থাকতে পারি না।
আরো পড়ুন : নেতানিয়াহুর গ্রেপ্তারে আপত্তি নেই যুক্তরাজ্যের
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ বন্ধে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু বাইডেন কখনোই এতটা কড়া ভাষায় ইসরায়েলকে ধমক দেননি, যতটা দিলেন কমলা হ্যারিস।
গাজায় ৯ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এই সময়ের মধ্যে একবারও কমলা হ্যারিস ইসরায়েলের সমালোচনা করেননি বা দেশটির নেতৃত্বকে যুদ্ধ বন্ধে কোনো প্রকার চাপও দেননি। তাই বাইডেন সরে যাওয়ার পর ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হওয়ার দৌড়ে থাকা কমলার এমন কঠোর মন্তব্য বিশ্লেষকদের মাঝে গুঞ্জনের জন্ম দিয়েছে যে, কমলা হয়তো ইসরায়েলকে ডিল করার ক্ষেত্রে বাইডেনের চেয়েও বেশি কঠোর অবস্থান নেবেন। তবে একদল বিশ্লেষক মনে করেন, কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ইসরায়েল ও মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি খুব একটা বদলাবে না।