×

আন্তর্জাতিক

বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব মমতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:৪৯ পিএম

বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছবি : সংগৃহীত

   

সহিংসতায় আক্রান্ত বাংলাদেশ থেকে পালিয়ে আসা লোকদের আশ্রয় দেয়ার বিষয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঢাকার আপত্তির পরে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে মুখ খুলেছিল। এর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা। খবর ইন্ডয়া টুডে

শুক্রবার (২৬ জুলাই) দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকও করেন মমতা। সেখানে দলীয় সংসদদের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। যেখানে উঠে আসে বাংলাদেশ ইস্যুতে মমতার মন্তব্য ঘিরে কেন্দ্রীয় সরকারের কড়া বার্তা। 

সাংবাদিকদের মমতা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি সাত বারের সাংসদ, দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশ নীতি অন্য কারও চেয়ে ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়। বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত।’

আরো পড়ুন : জেলবন্দি কেজরিওয়ালের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা

এর আগে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা ব্যানার্জি। এর পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে ‘নোট’ দিয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেশি দেশের বিষয়ে মন্তব্য করা রাজ্য সরকারের এখতিয়ারে পড়ে না বলে জানায় দেশটির কেন্দ্রীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কেন্দ্রীয় সরকারের এই প্রতিক্রিয়ায় ফের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী।

গত ২১ জুলাই কলকাতার ধর্মতলার এক সভায় বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ‘রক্ত ঝরছে’ বলে মন্তব্য করেন মমতা।  এ ছাড়া কেউ আশ্রয় চাইলে তাদের ফিরিয়ে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ঢাকা।  

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ এবং উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App