×

আন্তর্জাতিক

মোদির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ক্ষুব্ধ মমতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম

মোদির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ক্ষুব্ধ মমতা

বৈঠক বয়কট করে বের হয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

   

ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে বৈঠক বয়কট করে বের হয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৭ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক থেকে বের হন তিনি। 

বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে মমতা বলেন, আমাকে পাঁচ মিনিটও বলতে দেয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার সকালে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ৭ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করলেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে হাজির হয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে এসে তিনি বলেন, অন্যদের ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেয়া হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি।

এই ঘটনাকে সরাসরি ‘অপমান’ বলেও মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, বিরোধীদের মধ্যে একমাত্র আমিই বৈঠকে হাজির হয়েছিলাম। কিন্তু আমাকে বলতে দেয়া হলো না। আমি আরো কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হল।

আরো পড়ুন : বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব মমতার

প্রসঙ্গত, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ৮ মুখ্যমন্ত্রী শনিবারের বৈঠকে গণহাজির থাকলেও মমতা শনিবারের বৈঠক যোগ দিয়েছিলেন। মমতা জানিয়েছেন, এরপর এ ধরনের আর কোনো বৈঠকে তিনি থাকবেন না।

কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী কর্নাটকের সিদ্দারামাইয়া, তেলঙ্গানার রেবন্ত রেড্ডি, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিংহ সুখু আগেই কেন্দ্রীয় বাজেটে বঞ্চনায় প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কটের ঘোষণা করেছিলেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান, সিপিএম নেতা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও বৈঠক বয়কট করেন একই অভিযোগে।

অতীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন। এবার অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকেও নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে মাইক বন্ধ করে বিরোধীদের ‘কণ্ঠরোধ’-এর অভিযোগ উঠল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App