রাশিয়ার সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৩:১১ পিএম

রাশিয়ার সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভ। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি তদন্ত (আইসি) সংস্থা। শুক্রবার (২৬ জুলাই) দেশটির ফেডারেল তদন্ত সংস্থা সাবেক ওই মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের পরই তাকে গ্রেপ্তার করা হয়। খবর রুশ বার্তা সংস্থা তাসের।
দুর্নীতির অভিযোগে দিমিত্রি বুলগাকভের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করে আইসি। গ্রেপ্তারের পর তাকে মস্কোর বাতিরস্কায়া কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আইসির মুখপাত্র এসভেতলানা পেতরেনকা এক বিবৃতিতে জানান, সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দুর্নীতি বিরোধী তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করবে।
৬৯ বছর বয়সী দিমিত্রি বুলগাকভ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তিনি রুশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন। সেনাবাহিনীতে তার বেশ প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন তিনি। রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিরো অব রাশিয়া’-ও পেয়েছেন তিনি।
দিমিত্রি বুলগাকভের দুর্নীতির ঘটনাটি সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় ধরনের কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি। এর আগে গত ২৩ এপ্রিল দুর্নীতির অভিযোগে রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী তিমুর ইভানভকে পদচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছিল।
এর আগে সাবেক আরেক উপপ্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানভসহ আরো ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন : রাশিয়াকে সঙ্গে নিয়ে নৌমহড়া চালাচ্ছে চীন