জম্মু-কাশ্মীরে গোলাগুলি: ভারতীয় সেনা ও পাকিস্তানি নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সেনা নিহত ও আরো দুই সেনা আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় এক ‘পাকিস্তানি’ নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে।
শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার আন্তর্জাতিক সীমান্তে (লাইন অব কন্ট্রোল) ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলাটি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি সমঝোতা হওয়ার আগে বিএটি এ ধরনের বেশ কয়েকটি হামলায় জড়িত ছিল।
ভারতীয় বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, এটি একটি আগ্রাসি পদক্ষেপ এবং নিয়ন্ত্রণ রেখা নিয়ে হওয়া সমঝোতার পরিষ্কার লঙ্ঘন।
সামাজিক মাধ্যম এক্স এ দেয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে। এ বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বা তথাকথিত ‘সন্ত্রাসীদের’ নাম উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, “নিয়ন্ত্রণ রেখার মাছাল সেক্টরের কামকারির একটি সীমান্ত চৌকিতে অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে। এতে এক পাকিস্তানি ব্যক্তি নিহত ও আমাদের দুই সেনা আহত হয়েছেন। আহতদের সরিয়ে নেয়া হয়েছে। অভিযান চলছে।