×

আন্তর্জাতিক

ইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ হামলায় নিহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৯:৪৪ এএম

ইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ হামলায় নিহত ১২

হিজবুল্লাহর হামলা

   

সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া ইসরাইল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সগঠন হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলায় অন্ত ১২ জন নিহত হয়েছেন।

দ্রুজ শহরের একটি ফুটবল মাঠে শনিবার সন্ধ্যায় ওই রকেটে হামালায় ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা অধিকাংশ শিশু ও কিশোর। তাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। খবর টাইমস অব ইসরায়েল ও সিএনএনের।

হামলায় আরো অন্তত ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের জরুরি পরিষেবা ও উদ্ধারকর্মীরা সেনাবাহিনীর হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

েইসরায়েলি সেনাবাহিনী- আইডিএফ ও গোয়েন্দা তথ্য অনুযায়ী- এই রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে। যদিও হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ রকেট হামলার দায় অস্বীকার করেন। তবে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হিজবুল্লাহ মিথ্যা বলছে।

এমডিএ জানিয়েছে, হামলার পরপরই প্রায় ১০০ ব্যাগ রক্ত হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং জনগণকে আরো রক্তদান করার অনুরোধ করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে সিনিয়র এমডিএ চিকিৎসক ইদান আভশালোম বলেন, ফুটবল মাঠে পৌঁছে আমরা ধ্বংসাবশেষ এবং আগুনে পোড়া জিনিস দেখতে পাই। হামলায় হতাহতরা ঘাসে শুয়ে ছিল এবং দৃশ্যটি ছিল খুবই হৃদয়বিদারক। আমরা দ্রুত আহতদের চিকিৎসা শুরু করি এবং তাদের স্থানীয় ক্লিনিকে পাঠাই।

লেবাননে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। হামলার খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, এ হামলার জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে হিজবুল্লাহর জন্য। এদিকে, হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App