×

আন্তর্জাতিক

ইসমাইল হানিয়ার মৃত্যুতে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১১:৪৭ এএম

ইসমাইল হানিয়ার মৃত্যুতে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

ইসমাইল হানিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

   

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩১ জুলাই) ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার পর হামাসের এই শীর্ষ নেতা হত্যার শিকার হন। 

ইসমাইল হানিয়ার নিহতের খবর গণমাধ্যমগুলোতে প্রচার হওয়ার পরই বুধবার (৩১ জুলাই) মধ্যপ্রচ্যের সব মার্কিন ঘাঁটিতে  কঠোর সতর্কতা জারি করা হয়েছে। খবর সিএনএনের। 

প্রতিবেদনটিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলায়  ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এসময় অন্তত ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। ঘটনার পরপরই ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। তারা এসময় ইসমাইল হানিয়াসহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় ইসরায়েলের একজন সামরিক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি। ইতোপূর্বেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পরিচালিত হত্যাকাণ্ডের বিষয়ে কোন মন্তব্য করেনি তারা। 

হামাস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতেই তেহরান গিয়েছিলেন হানিয়া। 

ইসরায়েলের একটি বিমান হামলায় তিনি এক দেহরক্ষীসহ নিহত নিহত হন বলে নিশ্চিত করেছেন হামাস, হিজবুল্লাহ ও তাদের সহযোগী সমমনা গোষ্ঠীর প্রতিনিধিরা।

আন্তর্জাতিকভাবে সমর্থিত পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসমাইল হানিয়া হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তিনি এ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত কাজ ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। 

ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় অধিকৃত ভূখণ্ডটিতে সব রাজনৈতিক দল ধর্মঘটের ডাক দিয়েছে।  

উল্লেখ্য, ইসমাইল হানিয়া ২০১৯ সালের পর থেকে গাজা ছেড়ে স্বেচ্ছায় কাতারে নির্বাসিত জীবনযাপন করছিলেন। ৭ অক্টোবরের হামলার জন্য ইসমাইল হানিয়াকে গাজার শীর্ষস্থানীয় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারার পাশাপাশি দায়ী করে আসছে ইসরায়েল। 

ইসমাইল হানিয়াকে হত্যার আগে একইসঙ্গে লেবাননের বৈরুতে এক বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করেছে ইসরায়েল।

এদিকে, ইরান-সমর্থিত মিলিশিয়াদের জোট ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বলেছে, মঙ্গলবার রাতে বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে হামলার ঘটনায় কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়ার ৪ সদস্য নিহত হয়েছেন। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছে দলটি। 

কাতাইব হিজবুল্লাহ, অন্যান্য মিলিশিয়াদের সঙ্গে সাম্প্রতিক মাসগুলিতে গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। পরে তারা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সেনাদের ঘাঁটির লাগাতার হামলা চালায়। 

এ হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

হানিয়ার হত্যার বিষয়ে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হানিয়ার হত্যাকাণ্ডটি এমন সময় হলে যখন যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সিআইএ পরিচালক বিল বার্নস সর্বশেষ আলোচনায় ইসরায়েল, কাতার এবং মিশরীয় কর্মকর্তাদের সাথে দেখা করতে রবিবার রোমে ছিলেন। পৃথকভাবে, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার জন্য হোয়াইট হাউসের সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কও মার্কিন অংশীদারদের সাথে আলোচনার জন্য এই অঞ্চলে রয়েছেন।

আরো পড়ুন: কে এই ইসমাইল হানিয়া?

উল্লেখ্য, ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানী, পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে বছরব্যাপী হত্যা অভিযান চালাচ্ছে । ইরান অভিযোগ করেছে, ২০২০ সালে একজন শীর্ষ ইরানী সামরিক পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যা করে মোসাদ। তেহরানের বাইরে একটি গাড়িতে ভ্রমণ করার সময় রিমোট-নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে হত্যা করা হয় মোহসেন ফাখরিজাদেহকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App