×

আন্তর্জাতিক

হানিয়া হত্যা: যেমন প্রতিক্রিয়া জানালো রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৭:০৪ পিএম

হানিয়া হত্যা: যেমন প্রতিক্রিয়া জানালো রাশিয়া

ছবি: সংগৃহীত

   

ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। খবরে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তেহরানে এক হামলায় ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষী নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।

বুধবার হামাসের এ শীর্ষ নেতা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র আন্দ্রেই নাস্তাসিন সাংবাদিকদের বলেন, ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে রকেট হামলায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা সুস্পষ্ট যে এই রাজনৈতিক হত্যাকাণ্ড যারা চালাচ্ছেন তারা ভালো করেই জানেন তা পুরো অঞ্চলের জন্য কতটা বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে। এছাড়া এই হত্যাকাণ্ড যে ইরানে সংঘটিত হয়েছে সে বিষয়টিও রাশিয়া গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানান তিনি। 

নাস্তাসিন বলেন, আমরা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির নাটকীয় অবনতির সঙ্গে জড়িত সকল পক্ষকে সংযম প্রদর্শন করতে এবং একটি বড় ধরনের সশস্ত্র সংঘর্ষের কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ পরিত্যাগ করার আহ্বান জানাচ্ছি।

হানিয়া হত্যা মধ্যপ্রাচ্যকে ‘উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল করতে পারে বলে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা বিশ্বাস করি যে এই ধরনের পদক্ষেপ এই অঞ্চলের শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করবে এবং চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলবে।

এর আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ হানিয়ার হত্যাকাণ্ডকে ‘একটি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন। এর পরের দিন (৩১ জুলাই) সকালে ইরানের রাজধানী তেহরানে যে বাসভবনে হানিয়া ছিলেন সেখানে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এ সময় তার এক দেহরক্ষীও নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App