×

আন্তর্জাতিক

আরেক দফা জানাজা শেষে হানিয়াকে কাতারে দাফন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০১:২৮ পিএম

আরেক দফা জানাজা শেষে হানিয়াকে কাতারে দাফন

ছবি: সংগৃহীত

   

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে দ্বিতীয় দফা জানাজা শেষে কাতারে দাফন করা হবে।

শুক্রবার (২ আগস্ট) দেশের বৃহত্তম মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে জানাজা শেষে দোহার উত্তরে লুসাইলের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে। হানিয়া হামাসের রাজনৈতিক কার্যালয়ের অন্যান্য সদস্যদের সঙ্গে কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন। 

ইসমাইল হানিয়ার প্রথম জানাজা বৃহস্পতিবার (১ আগস্ট) ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এদিন হামাস প্রধানের জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

হানিয়াকে গুপ্ত হত্যার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। এই হামলার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলকে কড়া হুঁশিয়ার বার্তা দেয়া হয়েছে । 

আরো পড়ুন: গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, ১৫ ফিলিস্তিনি নিহত

হামাস বলেছে, ‘আরব এবং ইসলামিক নেতাদের’ পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি উপদলের প্রতিনিধি এবং জনসাধারণ হানিয়ার দাফন অনুষ্ঠানে যোগ দেবেন।

ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, বুধবার ভোরের আগে তেহরানে হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন। গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া ইরানে গিয়েছিলেন।

হানিয়া নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেড়েছে। বৃহস্পতিবার তেহরানে হানিয়ার জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হানিয়ার জানাজায় নামাজে ইমামতি করেছেন। এর আগে তিনি হানিয়াকে হত্যার জন্য ‘কঠোর শাস্তির’ হুমকি দিয়েছেন।

তিনি বলেন, হানিয়া ছিলেন আমাদের রাষ্ট্রীয় মেহমান। আমাদের ভূখণ্ডে এসে আমাদের প্রিয় মেহমানকে হত্যার সাজা ইসরায়েলকে পেতেই হবে। তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। এমতাবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদেরও ইসরায়েলে সরাসরি হামলা চালানোর অধিকার আছে।

তেহরানের সিটি সেন্টারে অনুষ্ঠিত জানাজায় আসার আগে হাজার হাজার মানুষ তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে ফিলিস্তিন ও হানিয়ার পতাকা নিয়ে প্রতিবাদ সভা করে। তারা ইসরায়েলের বর্বরতার প্রতিশোধ নিতে ইরানের সরকারের প্রতি আহ্বান জানান।

জানা যায়, প্রতিশোধ নিতে লেবানন, ইরাক ও ইয়েমেনের আঞ্চলিক মিত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসে ইরান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App