×

আন্তর্জাতিক

এটা প্রতিশোধের সময় নয়: যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১০:৫১ এএম

এটা প্রতিশোধের সময় নয়: যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণআন্দোলনে শেখ হাসিনার পতনের পর সহিংসতা ও হতাহতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা সব পক্ষকে সংযত এবং শান্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিশোধ নেওয়ার সময় এটা নয়। খবর দ্য ইকোনোমিস্টের।

প্রতিবেদনটিতে বলা হয়, তীব্র গণ আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় সংখ্যালঘুদের ঘর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। চলমান এই সহিংসতায় গত দুই দিনে প্রায় দেড়শ মানুষের মৃত্যু খবর পাওয়া যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে বলেন, বাংলাদেশে অব্যাহত সহিংসতার যেসব খবর আসছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ধর্মীয় এবং রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠীকে নিশানা করে সহিংসতা চালানো হচ্ছে। পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতার খবরেও আমরা সমানভাবে উদ্বিগ্ন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের বন্ধু এবং অংশীদার হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন দিয়ে যাবে। সবার জন্য মানবাধিকার নিশ্চিতের আহ্বান অব্যাহত থাকবে।

এর আগে সোমবার রাতে দৈনিক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘোষণা আমরা দেখেছি।

আরো পড়ুন: শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার বিষয়ে যা জানালেন মিলার

মিলার বলেন, আমি পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পরবর্তী কোনো সহিংসতা থেকে বিরত থাকতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App