ইসরায়েলকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত
মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরায়েলকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করে। খবর রয়টার্সের।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
আরো পড়ুন: রাশিয়ার সেনাবাহিনীতে এখনো ৬৯ ভারতীয় রয়েছে: জয়শংকর
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।