×

আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার আশঙ্কার বিষয়ে যা জানালে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম

ইসরায়েলে হামলার আশঙ্কার বিষয়ে যা জানালে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

   

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে ইরান বড় ধরনের হামলা চালাবে বলে হুশিয়ারি দিয়েছে। সোমবার (১২ আগস্ট) হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি। 

তিনি বলেন, এ সপ্তাহে ইরান ও তার মিত্ররা ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। তবে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয় যে, এই হামলার মাত্রা কেমন হতে পারে। আমরা খুবই নিবিড় ভাবে হামলার সম্ভাব্যতা যাচাই করছি। 

গত ৩১ জুলাই মিসাইল হামলা চালিয়ে ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। তারা ঘটনার দায় অস্বীকার করলে তদন্তে ইরান জানিয়েছে, ইসরাইলই এই ঘটনার জন্য দায়ী এবং তাদেরকে কঠোর জবাব দেয়া হবে।

ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পথে রয়েছে ইরান। ওই কর্মকর্তা জানান, ইসরাইলের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেয়া হবে। হানিয়া হত্যাকাণ্ডের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী  খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার নির্দেশ দেন।

ইরানের এমন ভয়ংকর প্রতিশোধ নেয়ার ঘোষণার পর হামলা আতঙ্কে আছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, ইরান ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। 

ইতোমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলের উত্তেজনা কমাতে গাইডেড মিসাইল ও সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন জানিয়েছেন, একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলের দিকে যাত্রা করেছে এবং দ্রুতই সেটি গন্তব্যে পৌঁছে যাবে।

আরো পড়ুন: বাংলাদেশে সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার শুকরি হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলজুড়ে ব্যাপক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র। ফলে তার আগাম সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App