সৌদি যুবরাজের নামে খাসোগির বাগদত্তার মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০২:৩৯ পিএম

খাশোগীর বাগদত্তা হাতিস চেঙ্গিস

খাশোগী

যুবরাজ
প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামে মামলা ঠুকে দিয়েছেন খাসোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস। মামলায় যুবরাজকে হত্যাকাণ্ডের ‘নির্দেশদাতা’ বলে অভিযোগ এনেছেন তিনি।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মামলাটি করেন হাতিস। মামলায় খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় নিজের ব্যক্তিগত ও আর্থিক ক্ষতির অভিযোগ এনেছেন এই তার্কিশ।
[caption id="attachment_248094" align="alignnone" width="640"]
২০১৮ সালে সৌদি আরবের ইস্তানবুল কনস্যুলেটে প্রবেশ করার পর খাসোগিকে হত্যা করে একদল সৌদি এজেন্ট।
অভিযোগ রয়েছে, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন যুবরাজ।
[caption id="attachment_248095" align="alignnone" width="640"]
সৌদি সরকারের চরম সমালোচক জামাল খাসোগি মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। লেখনীতে সৌদি সরকারের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেন।
মৃত্যুর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছিলেন খাসোগি। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তুর্কি নাগরিক হাতিস চেঙ্গিসের।