ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেয়া ট্যাঙ্কের দুই-তৃতীয়াংশ ধ্বংস

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:৫২ পিএম

ছবি: সংগৃহীত
ইউক্রেনকে আমেরিকা যে আব্রামস এম-ওয়ান ট্যাংক সরবরাহ করেছে, তার দুই-তৃতীয়াংশ মাত্র ছয় মাসে রুশ হামলায় ধ্বংস হয়ে গেছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের একটি জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন কিয়েভকে মোট ৩১টি ট্যাংক দিয়েছে। এর মধ্যে ২০টি ইতোমধ্যে রুশ সেনাদের হাতে ধ্বংস হয়েছে। রাশিয়া টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, কুরস্ক অঞ্চলে আব্রামস এম-ওয়ান ট্যাংক উড়িয়ে দেয়া হচ্ছে।
অবশ্য ইউক্রেন আব্রামস এম-ওয়ান ট্যাংকের সুরক্ষা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু রুশ সেনাদের ছোঁড়া অ্যান্টি-ট্যাংক মিসাইল প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে।
আরো পড়ুন: ইসরায়েলে জরুরি অবস্থা জারি
এর আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইউক্রেনের সেনারা আব্রামস এম-ওয়ান ট্যাংক পরিচালনার সময় প্রযুক্তিগত সমস্যায় পড়েছে। সেই সমস্যার কারণে তারা অভিযোগ জানিয়েছিল। তবে, আব্রামসের দুর্বলতা কাটাতে সক্ষম হয়নি।