মালদ্বীপে বিপুল পরিমাণ ডলারসহ বাংলাদেশি আটক

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:০২ এএম

ছবি: সংগৃহীত
বৈধ ঘোষণা ছাড়াই বিপুল পরিমাণ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টাকালে আটক হয়েছেন এক মালদ্বীপ প্রবাসী। রবিবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
মালদ্বীপের বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর, দেশটিতে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনার জন্য ফেরত পাঠিয়েছে বহু বাংলাদেশিকে।প্রতিদিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে অভিযান। এরমধ্যেই ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ হাজার ডলারসহ রবিবার গ্রেপ্তার হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। তার নাম শামীম ইসলাম সাগর।
মালদ্বীপ এভিয়েশন সিকিউরিটি কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জানায়, ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় প্রবাসী শামীম ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করা হলে খাবারের একটি প্যাকেট থেকে ৮১ হাজার ৩০ মার্কিন ডলার পাওয়া যায়।