×

আন্তর্জাতিক

আমি পিতামাতার অধিকারের পক্ষে: ডোনাল্ড ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:৫৭ পিএম

আমি পিতামাতার অধিকারের পক্ষে: ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

   

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বার্ষিক ‘মমস ফর লিবার্টি’ সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ‘পুরোপুরি পিতামাতার অধিকারের পক্ষে’। এসময় তিনি অভিযোগ করে বলেন, স্কুল বোর্ডগুলি বর্তমানে ‘স্বৈরশাসনের মতো’ পরিচালিত হচ্ছে।

৭৮ বছর বয়সী ট্রাম্প প্রভাবশালী পিতামাতার অধিকার প্রতিষ্ঠা বিষয়ক প্রতিষ্ঠান মমস ফর লিবার্টির বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের ৪৮টি রাজ্যে মমস ফর লিবার্টির ৩১০টি শাখা এবং ১ লাখ ৩০ হাজার সদস্য রয়েছে। খবর নিউইয়র্ক পোস্টের।

এসময় ট্রাম্প বলেন, আপনি দেখবেন পিতামাতারা স্কুল বোর্ডের সভায় অংশ নিলে, প্রায়ই মারামারিতে লিপ্ত হন। তারা তো ভালোর জন্যই আসেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়, কারাগারে পাঠানো হয়।

তিনি ইঙ্গিত করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে স্কুল বোর্ডের সভায় ট্রান্সজেন্ডার অধিকার এবং স্কুলের পাঠ্যক্রম নিয়ে যে বিতর্ক হয়েছে, তার প্রেক্ষিতেই এ সংঘর্ষগুলি ঘটেছে।

ট্রাম্প বলেন, আমি পিতামাতার অধিকারের পক্ষে আছি । আমি এই ধারণাটাই বুঝতে পারি না যে কেউ পিতামাতার অধিকারের বিরুদ্ধে কিভাবে থাকতে পারে।

ট্রাম্প দাবি করেন, এই স্কুল বোর্ডগুলো স্বৈরশাসনের মতো হয়ে উঠেছে, এবং পিতামাতারা তাদের সন্তানদের জন্য চিৎকার করছেন। ট্রান্সজেন্ডার ইস্যু এবং অন্যান্য বিষয় নিয়ে পিতামাতাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমি বলছি অবশ্যই তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। 

সাবেক প্রেসিডেন্ট দাবি করেন, হ্যারিস-বাইডেন প্রশাসন পিতামাতার অধিকারকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে।

উল্লেখ্য, ২০২১ সালে ন্যাশনাল স্কুল বোর্ড অ্যাসোসিয়েশন একটি স্মারকলিপি পাঠায় প্রেসিডেন্ট দপ্তরে। যাতে বাইডেন প্রশাসনকে অনুরোধ করা হয় জোরালো পিতামাতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে। এরপরেই মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ঘোষণা করেন যে, স্কুলের প্রশাসক, বোর্ড সদস্য, শিক্ষক এবং কর্মীদের বিরুদ্ধে হুমকি বা হিংসার ক্ষেত্রে এফবিআই নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে।

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমার প্রথম দিনেই আমরা এই নীতি পরিবর্তন করবো।

আরো পড়ুন: ব্রাজিলে নিষিদ্ধ হলো এক্স

অনুষ্ঠানের সময়, ট্রাম্প ট্রান্সজেন্ডার মেয়েদের মহিলাদের খেলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত চিকিৎসা প্রক্রিয়া সীমাবদ্ধ করার পক্ষেও মত দেন।

ট্রাম্প আরো বলেন, আমরা ইতোমধ্যে এ বিষয়গুলোতে আমাদের মতামত জানিয়েছি, কথা বলেছি। আমরা বলছি–মহিলাদের খেলায় পুরুষদের অংশগ্রহণ নয়, লিঙ্গ পরিবর্তন অপারেশন নয় বরং একটা পাগলামি। ইউরোপ এটা অনেক আগেই বন্ধ করেছে, আর আমরা এখনো এটা থেকে পিছিয়ে আছি।

অনুবাদ: নিউইয়র্ক পোস্ট অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App