×

আন্তর্জাতিক

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৪, আহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ এএম

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৪, আহত ৩০

ছবি: সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে ১৪ বছর বয়সী এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন শিক্ষক ও ২ জন শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে অঙ্গরাজ্যের তদন্ত ব্যুরো (জিবিআই)। সন্দেহভাজন কিশোরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, তবে তার নামপরিচয় প্রকাশ করা হয়নি।

জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তরে অবস্থিত বিদ্যালয়টিতে বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলের ভিডিওগুলোতে দেখা গেছে, আপালেচি হাইস্কুলের সামনে কমপক্ষে ৫টি অ্যাম্বুলেন্স এবং একটি মেডিকেল হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। জর্জিয়ার তদন্ত ব্যুরোর পরিচালক ক্রিস হোসে জানান, বন্দুকধারীর মোকাবিলায় স্কুলের কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নেন এবং সন্দেহভাজন কিশোর আত্মসমর্পণ করে। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।

ব্যারো কাউন্টির শেরিফ জুড স্মিথ সংবাদ সম্মেলনে এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার হৃদয় এই শিশুদের জন্য কাঁদে। আমাদের সমাজে এমন ঘৃণার স্থান নেই, ভালোবাসাই এখানে টিকে থাকবে।’

কর্তৃপক্ষ সন্দেহভাজন কিশোর কীভাবে বন্দুকটি পেয়েছে এবং স্কুলে তা নিয়ে প্রবেশ করেছে তা তদন্ত করছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন। তারা এক বিবৃতিতে বলেন, ‘একের পর এক এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না।’ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘আমাদের দেশে বন্দুক সহিংসতার এই মহামারি নিশ্চিহ্ন করতে হবে।’

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App