হামাসের সঙ্গে আলোচনাকে কৌশল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল: রাশিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম

জাতিসংঘে রাশিয়ার প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি। ছবি: সংগৃহীত
জাতিসংঘে রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান অব্যাহত রেখেছে। যদিও সে জিম্মি মুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু এটা তাদের একটি কৌশল মাত্র।
তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক বৈঠকে বলেন, প্রতিদিন ইসরায়েল পরিচালিক গাজা অভিযানের মাধ্যমে জিম্মিদের বেঁচে থাকার সম্ভাবনা কমে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ এই বিষয়ে সবাই একমত যে, বাকি জিম্মিদের কোন সামরিক অভিযানের মাধ্যমে মুক্ত করা সম্ভব নয়। এক্ষেত্রে হামাসের সঙ্গে আলোচনার কোন বিকল্প নেই।
ইসরায়েলি সমাজও এটি বুঝতে পেরেছে। কিন্তু দুঃখজনকভাবে, ইসরায়েলি নেতৃত্ব এখনো আলোচনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ঘোরানোর কৌশল হিসেবে ব্যবহার করছে।
তিনি আরো বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের এই নীতি পরিবর্তনের কোনো লক্ষণ নেই। নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য জাতিসংঘ সনদ অনুযায়ী কাজ করতে এবং দেশগুলোকে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে আসার জন্য চাপ প্রয়োগে একমত। দুঃখজনকভাবে, আমরা এই ঐক্য অর্জন করতে পারছি না কারণ আমাদের আমেরিকান সহকর্মীরা ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন দিয়ে চলেছে। তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে এবং গাজায় বলপ্রয়োগের প্রক্রিয়াকে উৎসাহিত করছে।
গত ১৫ ও ১৬ আগস্ট দোহাতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের নেতারা আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে জানান, এই আলোচনা ইতিবাচক পরিবেশে হয়েছে। এরপর ২৫ আগস্ট কায়রোতে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং শিন বেতের প্রধান রনেন বার উপস্থিত ছিলেন। তবে হামাস আলোচনায় অংশ না নিলেও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে কায়রো সফরে সম্মত হয়েছে।
আরো পড়ুন: জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৪, আহত ৩০
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের নতুন ১৮ প্যারার একটি যুদ্ধবিরতি পরিকল্পনা ৯০ শতাংশ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
অনুবাদ: তাস অবলম্বনে