মণিপুরে ড্রোন-রকেট হামলার অস্ত্র এল কোথা থেকে?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের মণিপুর রাজ্যে সম্প্রতি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কুকিরা ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে। এ ঘটনা স্থানীয় প্রশাসনকে হতবাক করে দিয়েছে। এই উন্নত অস্ত্রগুলো কীভাবে বিদ্রোহীদের হাতে এলো, তা নিয়ে চলছে তদন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, গোয়েন্দারা প্রাথমিক তদন্তে মিয়ানমার সীমান্তের কাছের কিছু এলাকাকে বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছেন। ধারণা করা হচ্ছে, এসব জায়গায় অস্ত্র তৈরি হচ্ছে এবং সেখান থেকে সরবরাহ করা হচ্ছে কুকি বিদ্রোহীদের কাছে।
একজন উচ্চপদস্থ মণিপুর সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে এসব অস্ত্রের মধ্যে অ্যামোনিয়াম এবং গেলিগ্নাইটের মতো বিস্ফোরক পাওয়া গেছে। যদিও উচ্চমাত্রার বিস্ফোরকের উপস্থিতি এখনো পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। ভবিষ্যতে এর সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়া মণিপুর পুলিশের অভিযানে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেগুলোর ফায়ারিং রেঞ্জ সাধারণ অস্ত্রের চেয়ে অনেক বেশি। গত সপ্তাহে কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনায় অন্তত একজন ব্যক্তি নিহত হন।
আরো পড়ুন: বাংলাদেশে চলমান প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার
নতুন করে সহিংসতা শুরু হওয়ায় মণিপুরের কিছু অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিরিবাম বিভাগে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ৫ জনের বেশি মানুষকে একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।