মণিপুরে ভয়াবহ সংঘাত, ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে আবারো সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এর আগে কারফিউ শিথিল করার ঘোষণা দেয়া হলেও পরবর্তীতে তা বাতিল করে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং লাইভ মিন্ট পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে এ আদেশ দেয়া হয়।
লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থাউবাল জেলায় মঙ্গলবার সকাল ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। আদেশে বাসিন্দাদের বাড়ির বাইরে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর আগে, ১ সেপ্টেম্বর জারি করা কারফিউ ১০ সেপ্টেম্বর সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল করা হলেও, নতুন পরিস্থিতির কারণে সেই শিথিলতা বাতিল করে পুনরায় কঠোর কারফিউ কার্যকর করা হয়। আদেশে বলা হয়েছে, ‘আগে দেয়া সব শিথিলতার নির্দেশনা ১০ সেপ্টেম্বর থেকে বাতিল করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।’
স্বাস্থ্য, বিদ্যুৎ, গণমাধ্যমসহ জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা কারফিউয়ের আওতামুক্ত থাকবেন। এছাড়া পৌরসভার কর্মকর্তা, বিদ্যুৎ কর্মী, পেট্রোল পাম্পের কর্মী, ফ্লাইটের যাত্রী এবং গণমাধ্যমকর্মীদেরও চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
লাইভ মিন্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে রাজ্য সরকারের ডিজিপি ও নিরাপত্তা উপদেষ্টার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভের পরিকল্পনা করছে। সেই বিক্ষোভের কারণে ইম্ফলের দুই জেলায় কারফিউয়ের আদেশ জারি করা হয়েছে।
এছাড়া, থাউবাল জেলায় আয়োজিত ছাত্র বিক্ষোভ সহিংস হয়ে ওঠায় সেখানেও চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিক্ষোভ চলাকালীন এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও সামনে এসেছে।
আরো পড়ুন: ২৮ হাজার অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
সোমবার মণিপুরের শিক্ষা বিভাগের নির্দেশনায় ক্রমবর্ধমান সহিংসতা ও অস্থিরতার কারণে ৯ ও ১০ সেপ্টেম্বর রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।