রাহুলের 'সংরক্ষণ বিরোধী' মন্তব্যের জেরে অমিত শাহের তীব্র সমালোচনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। বুধবার (১১ আগস্ট) পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, সে ভারতের জাতীয় স্বার্থ বিরোধী।
এসময় অমিত শাহ বলেন, রাহুল গান্ধী আবারো প্রমাণ করেছেন, তিনি এবং তার দল জাতীয় ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কংগ্রেসের দীর্ঘ ইতিহাসে তারা বারবার এমন শক্তির পাশে দাঁড়িয়েছে যারা দেশকে বিভক্ত করতে চায়। অমিত শাহ বলেন, রাহুল গান্ধী যখন সংরক্ষণ ব্যবস্থা বাতিলের কথা বলেন, তখন তিনি কংগ্রেসের আসল চেহারা ফুটিয়ে তুলছেন। খবর দ্য স্টেটসম্যানের।
প্রতিবেদনটিতে বলা হয়, রাজনৈতিক বক্তৃতা দিতে গিয়ে রাহুল জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে বলেন, ভারতে যখন সুবিচার প্রতিষ্ঠিত হবে, তখন আমরা সংরক্ষণ বাতিল করার কথা ভাবতে পারি। কিন্তু এখন দেশটি সুবিচারের জন্য লড়াই করছে। এই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিজেপির এ নেতা বলেন, রাহুল গান্ধীর এই চিন্তা দেশের নিরাপত্তার জন্য খুবই বিপদজনক।
তিনি আরো যোগ করেন, বিজেপি সরকারের সময় দেশের সংরক্ষণ ব্যবস্থা অক্ষত থাকবে। যতদিন বিজেপি আছে, কেউ সংরক্ষণ ব্যবস্থা বাতিল করতে পারবে না বা দেশের নিরাপত্তার সাথে খেলতে পারবে না।
আরো পড়ুন:ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক
রাহুলের যুক্তরাষ্ট্র সফরের মন্তব্যগুলি দেশে বিতর্কের জন্ম দিয়েছে, এবং রাজনৈতিক মহলে তার এই বক্তব্য নিয়ে ক্রমাগত আলোচনা চলছেই।