দূরপাল্লার অস্ত্র সরবরাহের জবাবে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পিএম

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ছবি: তাস
কিয়েভকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের কারণে রাশিয়া কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, পশ্চিমা দেশগুলো যে খেলা চালিয়ে যাচ্ছে, এর বিপদ তারা সঠিকভাবে উপলব্ধি করছে না। ওয়াশিংটন, লন্ডন এবং অন্যান্য জায়গার প্রতিপক্ষরা এই গেমের মারাত্মক ঝুঁকি ঠিকমতো বুঝতে পারছে না।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে গভীরভাবে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে। কিয়েভকে সব ধরনের ছাড়পত্র দেয়া হয়েছে। তাই এর জবাবে আমাদের প্রতিক্রিয়া হবে খুবই কঠোর হবে। খবর তাসের।
প্রতিবেদনটিতে বলা হয়, রিয়াবকভ জানান যে, পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই বার্তা কিয়েভের কাছে ইতোমধ্যে পৌঁছে দিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন একা রাশিয়ার ভেতরে এত গভীরভাবে হামলা চালাতে পারত না যদি না তারা পশ্চিমা দেশগুলোর সহায়তা পেত। পুতিনের মতে, এই সহায়তা না থাকলে কিয়েভ এমন হামলা চালাতে সক্ষম হতো না। কারণ এমন হামলার জন্য উপগ্রহ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য এবং বিমান সহায়তার প্রয়োজন হয়।
তিনি আরো বলেন, ন্যাটো শুধু কিয়েভকে অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করছে না, বরং তারা ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার বিষয়েও চিন্তা করছে।
রাশিয়া এখন এই পরিস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করছে এবং এর বিপরীতে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
আরো পড়ুন: এক হেলিকপ্টার থেকে খাবার, আরেকটি থেকে গুলি
রাশিয়ার এই হুঁশিয়ারি এসেছে ব্রিকস মিডিয়া সামিট চলাকালীন সময়ে। এই সম্মেলনে ব্রিকসের সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় মিডিয়া প্রতিনিধিরা অংশ নিয়েছেন, যারা সংস্থাটিতে যোগ দেয়ার আবেদনও করেছেন।