×

আন্তর্জাতিক

বিশ্বে প্রতি ৫ মিনিটে সাপের কামড়ে মারা যাচ্ছে একজন: ডব্লিউএইচও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ এএম

বিশ্বে প্রতি ৫ মিনিটে সাপের কামড়ে মারা যাচ্ছে একজন: ডব্লিউএইচও

ছবি: সংগৃহীত

   

প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও সাপের কামড়ে একজন করে মানুষ প্রাণ হারাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য মতে, প্রতি ৪ থেকে ৬ মিনিটে সাপের বিষে একজন করে মানুষ মারা যান। এর মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, এদের এক-তৃতীয়াংশই ২০ বছরের কম বয়সী তরুণ-তরুণী।

বিশেষজ্ঞ ডেভিড উইলিয়ামস জানান, বিষাক্ত সাপ শুধু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং এদের দেখা মেলে পৃথিবীর শীতল অঞ্চলগুলোতেও। সাপের কামড়ে বেশি ক্ষতি হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার মতো অঞ্চলে। সাপের কামড়ে প্রতি বছর ৮১ হাজার থেকে ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়, যেটি নিঃশব্দে ঘটে যাওয়া এক ভয়ংকর বিপর্যয়। খবর আনাদোলুর।

প্রতিবেদনটিতে ভারতের কথা আলাদাভাবে তুলে ধরা হয়েছে। যেখানে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ১২ লাখ মানুষ সাপের কামড়ে মারা গেছেন। প্রতি বছর গড়ে ৫৮ হাজার মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র সাপের কামড়ে।

তবে, সব সাপের কামড়ই যে মৃত্যুর কারণ হয় না, তা জানিয়ে উইলিয়ামস বলেন, ‘মৃত্যুর বাইরেও আছে অসংখ্য মানুষ যারা দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন, কেউ কেউ হাত-পা হারাচ্ছেন, অনেকে আজীবন শারীরিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।’

এই সমস্যা মোকাবিলায় অ্যান্টি-ভেনম সবচেয়ে কার্যকর চিকিৎসা হলেও, দুর্ভাগ্যবশত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতেই এর সংকট প্রকট। সাব-সাহারান আফ্রিকার মতো এলাকায় বার্ষিক প্রয়োজনের মাত্র ৩ শতাংশ অ্যান্টি-ভেনম পাওয়া যায়, যা এ সমস্যা মোকাবিলায় এক বড় চ্যালেঞ্জ।

আরো পড়ুন: লেবানন বিস্ফোরণে সন্দেহ ইসরায়েলের দিকে

উইলিয়ামস আরো সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিষাক্ত সাপের বিস্তার এবং মানুষের সঙ্গে তাদের সংস্পর্শ আরো বাড়বে। নতুন নতুন অঞ্চলে সাপের দেখা মিলবে, যেখানে মানুষ আগে কখনো এ ধরনের বিপদের মুখোমুখি হয়নি।

এই সংকটকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবার জন্য সচেতনতা এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা এখন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App