লেবাননে বিস্ফোরণ
পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
তাইওয়ানের প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো লেবাননে বিস্ফোরণ ঘটানো পেজার তৈরির অভিযোগ অস্বীকার করেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) তারা আনুষ্ঠানিকভাবে এ দাবি করে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, তারা বুদাপেস্ট-ভিত্তিক বিএসি কোম্পানির সাথে দীর্ঘমেয়াদী প্রাইভেট লেবেল অথরাইজেশন এবং আঞ্চলিক এজেন্সি সহযোগিতা চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট অঞ্চলে পণ্য বিক্রির জন্য তারা বিএসি-কে তাদের ব্র্যান্ডের ট্রেডমার্ক ব্যবহার করার অনুমতি দিয়েছে, তবে পণ্যগুলোর নকশা ও উৎপাদন সম্পূর্ণরূপে বিএসি পরিচালনা করে।
বিএসি কনসাল্টিং কে.এফ.টি. হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যে এআপ-৯২৪ পেজার নিয়ে আলোচনা হচ্ছে। এটি বিএসি তৈরি এবং বিক্রি করেছে। গোল্ড অ্যাপোলো শুধুমাত্র ব্র্যান্ডের ট্রেডমার্ক অনুমোদন দিয়েছে এবং পণ্যটির নকশা বা উৎপাদনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। খবর আনাদোলুর।
প্রতিবেদনটিতে বলা হয়, এর আগে গোল্ড অ্যাপোলো কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হসু চিং-কুয়াংও পেজার তৈরির সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করে।
উল্লেখ্য, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ লেবাননে পেজার ডিভাইসগুলোর ব্যাটারিতে বিস্ফোরক স্থাপন করেছিল, যা মঙ্গলবার বিস্ফোরিত হলে ৯ জন নিহত ও প্রায় ২ হাজার ৭৫০ জন আহত হন। আহতদের মধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। স্কাই নিউজ আরবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
আরো পড়ুন: ব্রাজিলে মেয়র প্রার্থীদের বিতর্কে চেয়ার নিয়ে হামলা
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের একটি গোষ্ঠী তাইওয়ানের গোল্ড অ্যাপোলো থেকে যে পেজার অর্ডার করেছিল, সেগুলোকে লেবাননে পৌঁছানোর আগে বিস্ফোরক দিয়ে টেম্পার করা হয়েছিল।