লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ এএম

ছবি: সংগৃহীত
লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং ৪৫০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) লেবাননের বিভিন্ন স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগের দিন, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর), হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার বিস্ফোরণে দুই শিশুসহ ১২ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়। পরপর দু'দিনের ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
হিজবুল্লাহ এ বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনায় রয়েছি।’ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পেজার বিস্ফোরণের পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে।
ধারণা করা হচ্ছে, ওয়াকিটকিতে একই ধরনের বিস্ফোরক স্থাপন করেছিল মোসাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার নিহতদের জানাজার নামাজের সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকাটিকে কাঁপিয়ে দেয়।
আরো পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত
বিবিসি জানিয়েছে, ওয়াকিটকি বিস্ফোরণ হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থায় বড় আঘাত হেনেছে। এ ঘটনার পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এ বিষয়ে ভাষণ দেবেন বলে জানা গেছে।