×

আন্তর্জাতিক

ইরানি হ্যাকারদের বিরুদ্ধে অভিযোগ

ট্রাম্পের নথি পাঠানো হয়েছে বাইডেনের ক্যাম্পেইনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম

ট্রাম্পের নথি পাঠানো হয়েছে বাইডেনের ক্যাম্পেইনে

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

   

ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার কার্যক্রমে অনাকাঙ্ক্ষিতভাবে ট্রাম্পের ক্যাম্পেইন থেকে চুরি করা তথ্য পাঠানোর চেষ্টা করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

গত ১২ আগস্ট, ট্রাম্পের নির্বাচনী প্রচারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইরান হ্যাক করে সংবেদনশীল ডকুমেন্টগুলি বিতরণ করেছে। পরে ১৯ আগস্ট ইরানকে এই হামলার পেছনে দায়ী করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনটিতে ফেডারেল কর্মকর্তাদের বরাতে জানানো হয়, বাইডেনের ক্যাম্পেইনের সদস্যদের কাছে পাঠানো ইমেইলগুলির কোন সাড়া পাওয়া যায়নি। কামালা হ্যারিসের প্রেসিডেন্ট ক্যাম্পেইন এই ইমেইলগুলিকে ‘অগ্রহণযোগ্য এবং ক্ষতিকারক কার্যকলাপ’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানান, এই ইমেইলগুলো সাধারণত স্প্যাম বা ফিশিং আক্রমণ হিসেবে ধরা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার পেছনে ইরানের আগ্রাসী নীতি বোঝা যাচ্ছে। ইরানের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হলেও মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন দেশটি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে।

এদিকে, ট্রাম্পের ক্যাম্পেইন থেকে জানানো হয়েছে, এই তথ্যের লিক দেশের নির্বাচনে ইরানের হস্তক্ষেপের প্রমাণ।

এফবিআই এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো জানায়, এই ইমেইলগুলো জুন এবং জুলাই মাসের শেষের দিকে পাঠানো হয়েছিল। তবে ওই সময় বাইডেনের ক্যাম্পেইন সদস্যদেরকে ইমেইলগুলির উৎস সম্পর্কে কিছু জানা ছিল না।

বুধবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির একটি শুনানিতে টেক কোম্পানিগুলো নির্বাচনের সুরক্ষায় নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে, যেখানে আগামী নির্বাচনের সময় বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা বৃদ্ধি পাবে বলে সতর্কতা প্রকাশ করা হয়।

আরো পড়ুন: ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

এখন দেখার বিষয় হল, এই ঘটনা সম্পর্কে বাইডেনের ক্যাম্পেইন কিভাবে পদক্ষেপ গ্রহণ করে এবং নির্বাচনকে প্রভাবিত করতে ইরানের এই প্রচেষ্টা কতটা সফল হয়।

দ্য গার্ডিয়ান অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App