×

আন্তর্জাতিক

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন ড. ইউনূস, মোদির সঙ্গে বৈঠক অনিশ্চিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন ড. ইউনূস, মোদির সঙ্গে বৈঠক অনিশ্চিত

ছবি: সংগৃহীত

   

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ড. ইউনূসের বৈঠকের সম্ভাব্যতা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও আলোচনা হতে পারে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেদারল্যান্ডস এবং নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মিশন ও সচিবালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

ড. ইউনূস জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ডিনার পার্টিতে অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ড. ইউনূসও অংশ নেবেন। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’-এ। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন অতিথিদের স্বাগত জানাবেন এবং অনুষ্ঠানে একটি ফটোসেশনও থাকবে।

এদিকে, ভারতীয় মিশন থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১-২৩ সেপ্টেম্বর জাতিসংঘের কার্যক্রমে থাকলেও তার পক্ষে বৈঠক করার সম্ভাবনা কম, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী শীর্ষ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। ফলে ড. ইউনূস ও মোদির মধ্যে এ সময়ে বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ড. ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর সকালে সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখবেন বলে জাতিসংঘ সূত্রে নিশ্চিত করা হয়েছে। তিনি সেদিন রাতের ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

আরো পড়ুন: সোমবার নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস

এদিকে, ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময় আওয়ামী লীগ সমর্থকরা তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ২৪ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনেও বিক্ষোভের কর্মসূচি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App