×

আন্তর্জাতিক

শিশু পর্নোগ্রাফি নিয়ে হাইকোর্টের রায় বাতিল করলো সুপ্রিমকোর্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

শিশু পর্নোগ্রাফি নিয়ে হাইকোর্টের রায় বাতিল করলো সুপ্রিমকোর্ট

ছবি: সংগৃহীত

   

ভারতের সুপ্রিম কোর্ট সোমবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। রায়ে দেশটির মাদ্রাজ হাইকোর্টের বিতর্কিত একটি আদেশ বাতিল করা হয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়েছিল শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং দেখা অপরাধ নয়। আদালত এই রায়ে বলেছে, যে কোনো ধরনের শিশু পর্নোগ্রাফির সংরক্ষণ একটি অপরাধ, যা ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট’ (পোকসো অ্যাক্ট) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বিচারক জেবি পার্ডিওয়ালা জানান, ‘হাইকোর্ট তার আদেশে একটি ত্রুটি করেছে, তাই আমরা সেই আদেশ বাতিল করছি এবং বিষয়টি সেশন আদালতে ফেরত পাঠাচ্ছি।’ আদালত এছাড়াও সংসদকে পরামর্শ দিয়েছে যে ‘শিশু পর্নোগ্রাফি’ শব্দটি পরিবর্তন করে ‘শিশু যৌন শোষণকারী এবং নির্যাতনমূলক উপাদান’ (সিএসইএএম) ব্যবহার করা উচিত। খবর হিন্দুস্থান টাইমসের।

প্রতিবেদনটিতে বলা হয়, রায় প্রদানকারী সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রধান বিচারপতি ধনঞ্জয় যোচিন্দ্র এবং বিচারক জেবি পার্ডিওয়ালাকে নিয়ে গঠিত হয়েছে। তারা শিশু পর্নোগ্রাফির সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের বিচারকরা আদালতের সকল নথিতে ‘শিশু পর্নোগ্রাফি’ শব্দটি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে এবং পরিবর্তে ‘সিএসইএএম’ শব্দটি ব্যবহারের সুপারিশ করেছে।

বিচারকরা বলেছেন, ‘আমরা সংসদকে পোকসো অ্যাক্টে একটি সংশোধনীর জন্য বলেছি যাতে শিশু পর্নোগ্রাফির সংজ্ঞাকে শিশুর যৌন নির্যাতনকারী ও শোষণকারী উপাদান হিসেবে উল্লেখ করা হয়।’ তারা বলেন, কেন্দ্রীয় সরকার আইন পাস না হওয়া পর্যন্ত একটি আদেশ জারি করতে পারে।

গত জানুয়ারিতে, মাদ্রাজ হাইকোর্ট ২৮ বছর বয়সী যুবকের বিরুদ্ধে চলমান একটি মামলা বাতিল করে দেয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল নিজের মোবাইল ফোনে শিশুদের নিয়ে পর্নোগ্রাফিক কন্টেন্ট ডাউনলোড করার। হাইকোর্টের বিচারক ন আনন্দ ভেঙ্কটেশ মন্তব্য করেছিলেন, ‘শুধু শিশু পর্নোগ্রাফি দেখা একটি অপরাধ নয়।’

এদিকে, সুপ্রিম কোর্ট এই মন্তব্যকে ‘অত্যাচারী’ হিসেবে অভিহিত করে এবং হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনতে রাজি হয়। আইনজীবী এইচএস ফুলকা, দুইটি এনজিওর পক্ষে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘মাদ্রাজ হাইকোর্টের আদেশ সমাজে একটি ভুল বার্তা দেয় যে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড এবং ভিডিও ধারণ করা অপরাধ নয়।’

আরো পড়ুন: মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর যা বললেন মোদি

সুপ্রিম কোর্টের এই রায়টি প্রযুক্তিগত বাস্তবতা এবং শিশুদের আইনি সুরক্ষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আদালতের নির্দেশনা অনুযায়ী, সরকার দ্রুত এ বিষয়ে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে শিশুদের বিরুদ্ধে শোষণমূলক কার্যকলাপের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাবে।

ফলে দেশটির শিশুদের সুরক্ষা আরো জোরালো হবে এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া আগের চেয়ে সহজ হবে।

দ্য হিন্দুস্থান টাইমস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App