×

আন্তর্জাতিক

বিজেপি ও আরএসএস ভারতজুড়ে ঘৃণা ছড়াচ্ছে: রাহুল গান্ধী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

বিজেপি ও আরএসএস ভারতজুড়ে ঘৃণা ছড়াচ্ছে: রাহুল গান্ধী

ভারতের বিরোধীদলীয় রাজনৈতকি নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

   

ভারতের বিরোধী রাজনৈতিক দলের নেতা রাহুল গান্ধী বলেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তার আদর্শিক মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সারাদেশে ঘৃণা ও সহিংসতা ছড়াচ্ছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) জম্মু-কাশ্মীরের পুণ্চ জেলায় একটি সমাবেশে তিনি বলেন, ‘যেখানে যাই তারা সম্প্রদায়, ধর্ম, রাজ্য এবং ভাষার মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং সংঘর্ষ উসকে দেয়।’

তিনি উল্লেখ করেন বিজেপি পাহাড়ি ও গুজ্জর সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করতে চেষ্টা করছে এবং দাবি করেন যে এই প্রকল্প সফল হবে না। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘ঘৃণা কেবলমাত্র ভালোবাসার মাধ্যমে কাটানো সম্ভব। একদিকে ঘৃণা ছড়াচ্ছে যারা, অন্যদিকে ভালোবাসার দোকান খুলছে যারা,’ বলেন রাহুল গান্ধী।

রাহুল বলেন, ‘কংগ্রেস সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে এবং সবার অধিকার নিশ্চিত করবে। আমাদের কাছে সকলেই সমান এবং আমরা কাউকে পিছনে ফেলব না।’

কংগ্রেস নেতা বলেন, ‘যা কিছু জনগণের প্রয়োজন এবং যে কোনো কাজ তারা চান, আমি সংসদে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। জনগণকে শুধুমাত্র আমাকে নির্দেশ দিতে হবে।’

বিরোধী নেতা দাবি করেন, লোকে মোদির আত্মবিশ্বাস হারিয়েছে এবং এটি তার মুখে স্পষ্ট। ‘আমরা তার মনস্তত্ত্বে প্রভাব ফেলেছি, তিনি আর আগের মতো নেই,’ বলেন রাহুল গান্ধী।

আরো পড়ুন: শিশু পর্নোগ্রাফি নিয়ে হাইকোর্টের রায় বাতিল করলো সুপ্রিমকোর্ট

তিনি বিজেপির এজেন্ডার বিরুদ্ধে ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার কথা উল্লেখ করেন এবং বলেন, ‘ভারতের ইতিহাসে এই প্রথমবার একটি রাজ্য (জম্মু ও কাশ্মীর) দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App