×

আন্তর্জাতিক

নয়াদিল্লীর উদ্বেগের কারণ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

নয়াদিল্লীর উদ্বেগের কারণ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে। ছবি: সংগৃহীত

   

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বাম জোটের নেতা অনুরাকুমার দিশানায়েকে বিজয়ী হয়েছেন এবং দক্ষিণের দ্বীপরাষ্ট্রটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি)-এর পলিটব্যুরো সদস্য দিশানায়েকে ভারতবিরোধী এবং চীনপন্থি হিসেবে পরিচিত, যা নয়াদিল্লীর কূটনীতিকদের উদ্বেগ বাড়িয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য নতুন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান। দিশানায়েকে দ্বিতীয় রাউন্ডের গণনায় ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সংসদের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা, যিনি পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৭ দশমিক ২৭ শতাংশ ভোট। তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন। খবর আনন্দবাজারের।

দিশানায়েকে শ্রীলঙ্কার বামপন্থী রাজনীতির উত্থান এবং ভারতবিরোধী অবস্থানের মাধ্যমে পরিচিত। জেভিপির প্রতিষ্ঠাতা রোহানা উইজেভেরা ১৯৮০-এর দশকে ভারতকে শ্রীলঙ্কার প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে জনগণকে উস্কানি দিয়েছিলেন। ১৯৮৭ সালে ভারত-শ্রীলঙ্কা চুক্তির বিরোধিতা করে জেভিপি সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা শ্রীলঙ্কার সরকারকে সেনা নামিয়ে দমন করতে হয়েছিল।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে দিশানায়েকে ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার কথা বলছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি নয়াদিল্লী সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। ওই সময়ে তিনি বলেছিলেন, ভারতের সঙ্গে সহযোগিতা শ্রীলঙ্কার অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তন আনতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীলঙ্কার বর্তমান ঋণখেলাপি পরিস্থিতি কাটিয়ে উঠতে ভারতের সাহায্য প্রয়োজন হতে পারে। ফলে দিশানায়েকে হয়তো প্রবল তার ভারতবিরোধী অবস্থান থেকে সরে আসতে পারেন। এছাড়া, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের ওপর চিনের দখল এবং সেখানে ভবিষ্যতে চিনা যুদ্ধজাহাজের চলাচল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নিয়েও শঙ্কা রয়েছে।

অনুরাকুমার দিশানায়েকের প্রেসিডেন্ট হওয়ার পরপরই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে পদত্যাগ করেছেন। দেশটির সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। তবে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে আসছেন, তা এখনো স্পষ্ট নয়।

আরো পড়ুন: থানায় সেনা কর্মকর্তার স্ত্রীকে যৌন নির্যাতন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটের কারণে জনগণ বাম জোটের ওপর আস্থা রেখেছে। ২০১৯ সালে দিশানায়েকের নেতৃত্বে মাত্র ৩ শতাংশ ভোট পাওয়া বাম জোট এবার জয়ী হওয়ায়, দ্বীপরাষ্ট্রের জনগণ নতুন ধরনের বামপন্থী শাসন ব্যবস্থার প্রত্যাশা করছে।

আনন্দবাজার অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App